শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সোনা সিগারেটসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে সোনা ও বিপুল সিগারেটসহ তিনজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও ঢাকা কাস্টমস হাউস। বুধবার রাতে এ ঘটনা ঘটে। আটকরা হলেন আল-আমিন হাসান, ওয়াসিম ও হুমায়ুন কবির।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, হুমায়ুন কবির রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তার সব ব্যাগেজ পরীক্ষা করা হয়। একপর্যায়ে তার ল্যাপটপের স্ক্যানিং ইমেজে সন্দেহজনক কিছু দেখা যায়। এরপর ল্যাপটপ ভেঙে ৯টি সোনার বার এবং আরও ৯৪ গ্রাম সোনার অলঙ্কার উদ্ধার করা হয়। হুমায়ুন কবির নেত্রকোনার পূর্বধলা উপজেলার ভবের বাজারের হাতিনাকান্দা এলাকার বাসিন্দা। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির জানান, কয়েক দফা অভিযানে ৮৮০ কার্টন আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেট ও ১ হাজার ১৫০ পিস মোবাইলের মেমোরি কার্ডসহ আল-আমিন হাসান ও ওয়াসিমকে আটক করা হয়। তারা সিগারেটগুলো দুবাই থেকে নিয়ে আসেন। জব্দ সিগারেটের মূল্য প্রায় ২২ লাখ টাকা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর