সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আমরণ অনশনে জাবির চার শিক্ষার্থী

মামলা প্রত্যাহার দাবি

জাবি প্রতিনিধি

‘বিতর্কিত’ মামলা প্রত্যাহারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চার শিক্ষার্থী। গত শনিবার থেকে তারা একে একে অনশনে অংশ নেওয়া শুরু করেন। জানা গেছে, শনিবার সর্দার জাহিদ একাই অনশনে বসেন। এরপর বিকাল ৪টার দিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পূজা বিশ্বাস তার সঙ্গে যোগ দেন। রাত ১২টায় যোগ দেন ইংরেজি বিভাগের তাহমিনা জাহান তুলি (৪২তম আবর্তন) এবং সর্বশেষ গতকাল সকাল ৮টার দিকে যোগ দেন আইন ও বিচার বিভাগের খান মুনতাসির আরমান (৪৩তম আবর্তন)। জাহিদ ও পূজা মামলার আসামি হলেও তুলি ও আরমান মামলার আসামি নন। প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে উপাচার্যের বাসভবন ভাঙচুর, শিক্ষকদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে জাবি প্রশাসন মামলা দায়ের করে। এ বিষয়ে জানতে চাইলে তুলি ও আরমান গতকাল জানান, তারা মামলার আসামি নন। কিন্তু প্রশাসনের দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ ও তা প্রত্যাহারের দাবিতে অনশনকারীদের সঙ্গে সংহতি জানাতে তারা অনশন শুরু করছেন।

এদিকে গতকাল বিকালে জরুরি সিন্ডিকেট সভা শেষে অনশন প্রত্যাহারের আহ্বান জানায় জাবি প্রশাসন। কিন্তু অনশনকারীরা এ আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন।

সর্বশেষ খবর