বুধবার, ১৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

৪২৪ স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পাচ্ছেন সহকারীরা

শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখবে

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘদিন ধরেই প্রধান শিক্ষক শূন্যতায় ভুগছে চট্টগ্রামের ৪২৪টি প্রাথমিক বিদ্যালয়। চট্টগ্রাম নগরীসহ জেলার ১৪টি উপজেলার বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। ফলে প্রধান শিক্ষক শূন্যতার কারণে সহকারী শিক্ষকরাই প্রাথমিক বিদ্যালয়ের হাল ধরছেন বলে সূত্রে জানা গেছে। ইতিমধ্যে এ প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণে মহানগরীসহ চট্টগ্রামের ১৪ উপজেলার ৪২৪ জন সহকারী শিক্ষকের তালিকা তৈরি করেছে জেলা শিক্ষা কর্মকর্তা। এই তালিকা ইতিমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের রাউজান উপজেলা শিক্ষা কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাউজান থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিতে ইতিমধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে ১০০ শিক্ষকের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুত এসব শূন্যপদ পূরণ করা হলে সহকারী শিক্ষকদের মধ্যে বিরাজমান দীর্ঘদিনের হতাশা লাগব হবে। পাশাপাশি এটি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা যায়, ২০১৪ সালে প্রধান শিক্ষক পদটি তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করায় এ পদে পাবলিক সার্ভিস  কমিশন (পিএসসি) পদোন্নতি দেওয়ার কথা। কিন্তু    বিদ্যমান নিয়োগবিধিতে প্রধান শিক্ষকের পদটি তৃতীয় শ্রেণি থাকায় নিয়োগবিধি সংশোধন না হওয়া পর্যন্ত পিএসসির মাধ্যমে প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে জটিলতা তৈরি হয়। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেশিরভাগ শূন্যপদ পূরণে কোনো উদ্যোগ নিতে পারেনি মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মহানগরীসহ চট্টগ্রামের ২০ উপজেলায় প্রধান শিক্ষকের শূন্যপদ রয়েছে ৫০১টি। ২ হাজার ১৪৯টি পদের মধ্যে কর্মরত রয়েছেন ১ হাজার ৬৮৪ জন। এ ছাড়া    সহকারী শিক্ষকের শূন্যপদ রয়েছে ৬৮৬টি। ১১ হাজার ৫৯০টি পদের মধ্যে কর্মরত রয়েছেন ১০ হাজার ৯০৪ জন।

সূত্র জানায়, পাঠানো তালিকায় মহানগরীর ৩৪ জন, সন্দ্বীপের ৩৩, হাটহাজারীর ৩৯, সীতাকুণ্ডের ১৫, রাউজানের ১০০, রাঙ্গুনীয়ার ৩২, ফটিকছড়ির ৩১, মিরসরাইয়ের ৫১, বোয়াখালীর ১৮, পটিয়ার ৩০, চন্দনাইশের ১২,  সাতকানিয়ার ৩০, লোহাগাড়ার ১৮, আনোয়ারার ১৪, বাঁশখালীর ২৪ জন সহকারী শিক্ষকের নাম রয়েছে।

 

সর্বশেষ খবর