শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বৈরী আবহাওয়ার কবলে আমদানি করা চাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিয়েতনাম থেকে আনা চাল খালাস বৈরী আবহাওয়ার কবলে পড়েছে। গতকাল সকাল ৯টায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) জেটিতে প্রবেশ করে ভিয়েতনাম থেকে আসা ‘এমভি ভিসাই ভিসিটি ০৫’ জাহাজটি। সব ধরনের প্রস্তুতি থাকলেও বৈরী আবহাওয়ার কারণে খালাস শুরু হয়নি। জাহাজটির স্থানীয় এজেন্ট ইউনি শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন বলেন, ‘বহির্নোঙরে লাইটারিং কাজ শেষে সকালে বন্দরের এনসিটি জেটিতে ভিড়েছে জাহাজটি। তবে বৃষ্টির কারণে খালাস কার্যক্রম এখনো শুরু করা যায়নি। বন্দর সূত্রে জানা যায়, ভিয়েতনাম থেকে ২০ হাজার টন চাল নিয়ে ‘এমভি ভিসাই ভিসিটি ০৫’ গত ১৩ জুলাই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। কিন্তু লাইটার জাহাজ জটিলতায় চাল খালাসের কাজ শুরু করা যাচ্ছিল না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর