শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, রংপুর ও বরিশাল

পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং ১০ শতাংশ হারে অবসর ভাতা এবং কল্যাণ তহবিল কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ক্লাস ছেড়ে রংপুরের বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল সকালে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। 

বিটিএ রংপুর শাখার সভাপতি মাসুম হাসানের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাকবিশিস রংপুর শাখার সভাপতি আবদুল ওয়াহেদ মিয়া, মহানগর সভাপতি নবীন হোসেন লাভলু, বিটিএ জেলা সম্পাদক আতিয়ার রহমান প্রমুখ। এদিকে একই দাবিতে বরিশাল নগরীর বিবির পুকুরপাড়ে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।  বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, দাশগুপ্ত আশীষ কুমার, তোফায়েল আহম্মেদ, আসাদুল আলম আসাদ, অধ্যাপক জলিলুর রহমান, অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমান ও আবদুস ছালাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর