রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বাঘ নিয়ে হতাশহবেন না : মঞ্জু

নিজস্ব প্রতিবেদক, খুলনা ও বাগেরহাট প্রতিনিধি

বাঘ নিয়ে হতাশহবেন না : মঞ্জু

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘সুন্দরবনের বাঘ এখন আগের চেয়ে বেশি নিরাপদ। বাঘ রক্ষায় সরকারের জিরো টলারেন্স। বাঘ হত্যা ও পাচারে জড়িতদের ক্ষমা করা হবে না।’ তিনি বলেন, ‘ঢাকায় থাকেন ও আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হয়ে যান এমন অনেকে বাঘ নিয়ে হতাশাব্যঞ্জক কথা বলেন। তার কারণ, বিদেশ থেকে পয়সা আনতে হবে। কিন্তু বাঘ নিয়ে হতাশার কিছু নেই। বাংলাদেশে বাঘের পরিসংখ্যান বদলেছে। এখন সুন্দরবনের বাঘের সংখ্যা কমছে না বরং বৃদ্ধি পাচ্ছে।’ বিশ্ব বাঘ দিবস-২০১৭ উপলক্ষে বাগেরহাটের জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় গতকাল তিনি এসব কথা বলেন। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বাংলাদেশে বাঘ রক্ষায় যতগুলো প্রকল্প আছে, এর অধিকাংশ বিদেশি অর্থায়নে চলছে। আর বাঘের ব্যাপারে যেসব পরিসংখ্যান দেওয়া হয়, তা বাইরের দেশের প্রকাশিত পুস্তক ও প্রতিবেদনের ওপর ভিত্তি করে। তিনি আক্ষেপ করে বলেন, ‘স্বাধীনতার এত বছর পরও এখনো অনেকে বাংলাদেশের সম্ভাবনাকে পর্যন্ত স্বীকার করতে রাজি হয় না।’ বন অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এম এ আজিজ। বক্তৃতা করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমেদ, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, ডা. মো. মোজাম্মেল হোসেন, বন অধিদফতরের বন সংরক্ষক মো. জাহিদুল কবির প্রমুখ।বক্তারা বলেন, বন বিভাগসহ প্রশাসনের কড়া নজরদারিতে গত দুই বছরে কোনো বাঘ হত্যা হয়নি। ফলে সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া বাঘ রক্ষায় সচেতনতা আগের চেয়ে বেড়েছে। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সরাসরি অংশগ্রহণে বাঘ রক্ষায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

এর আগে সকালে বিশ্ব বাঘ দিবস-২০১৭ উপলক্ষে বাগেরহাট শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ‘বাঘ আমাদের গর্ব, বাঘ রক্ষা করব’ স্লোগান দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর