বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ইকোনমিক জোনে বিনিয়োগ করবে জাপান : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

ইকোনমিক জোনে বিনিয়োগ করবে জাপান : তোফায়েল

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাপান বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি স্পেশাল ইকোনমিক জোনের একটিতে জাপানের ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন। গতকাল সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াটানাবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ১০ বছর আগে

ইপিজেডে জাপানের ৩৫টি কোম্পানির বিনিয়োগ ছিল, এখন সেখানে ৩৫০টি কোম্পানি বিনিয়োগ করেছে। জাপানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। তারা আমাদের শুল্ক ও কোটামুক্ত

সুবিধা দিচ্ছে।

গত বছর বাংলাদেশ জাপানে ১ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে আমদানি করেছে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।

সর্বশেষ খবর