বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রসিকে কর ও অনুদান নির্ভর বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রসিকে কর ও অনুদান নির্ভর বাজেট ঘোষণা

উন্নয়ন অনুদান ও কর আদায় আয়ের মূল খাত দেখিয়ে রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২০১৭-১৮ অর্থবছরের ১ হাজার ১২ কোটি ৭৮ লাখ ২৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত অর্থবছরের চেয়ে ২১১ কোটি ৫৪ লাখ ২২ হাজার টাকা বেশি। গতকাল দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করে মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, বাজেটে নতুনভাবে করারোপ না করে  এর আওতা বাড়ানো হয়েছে।  

ঘোষিত বাজেটে সিটি করপোরেশনের নিজস্ব ৫৫টি খাত থেকে কর বাবদ আয় ধরা হয়েছে ৯০ কোটি ৮৫ লাখ ৫২ হাজার টাকা। আর সরকারের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) ও বিদেশি সংস্থার কাছ থেকে উন্নয়ন অনুদানকে সর্বোচ্চ আয়ের খাত দেখিয়েছে। এ খাত থেকে সম্ভাব্য ৯২১ কোটি ৯২ লাখ ৭৭ হাজার টাকা আয় দেখানো হয়েছে। ঘোষিত বাজেটে নগরের উন্নয়ন খাতে সর্বোচ্চ ৯২১ কোটি ৯২ লাখ ৭৭ হাজার টাকা ব্যয় ধরা হয়।

সর্বশেষ খবর