বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সাংবাদিকের প্রধান কাজ সত্যানুসন্ধান

ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বস্তুনিষ্ঠতাই সাংবাদিকতার মূল বিষয়, এটি ছাড়া সঠিক সাংবাদিকতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভিসি বলেন, সাংবাদিকের প্রধান কাজ সত্যানুসন্ধান ও তা প্রতিষ্ঠা। সত্যানুসন্ধান হবে মানুষের কল্যাণে। এ ছাড়া গণমাধ্যমে সত্যের অপলাপ ও ফরমায়েশি সাংবাদিকতা কাম্য নয়। অপসাংবাদিকতা সমাজ, দেশ তথা মানবসভ্যতাকে কলুষিত করে। তিনি বলেন, সত্যের জয় সব সময় নিশ্চিত। বঙ্গবন্ধু সত্যের মাধ্যমেই একটি স্বাধীন রাষ্ট্র স্থাপন করতে পেরেছিলেন। সত্য প্রকাশ, সত্যানুসন্ধান— এই বিভাগের শিক্ষার্থীদের একমাত্র কাজ। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক ড. গোলাম রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাখাওয়াত আলী খান, অধ্যাপক আখতার সুলতানা, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানে ‘জনগণের সঙ্গে বঙ্গবন্ধুর মিথস্ক্রিয়া : মাধ্যম ও প্রতিপাদ্য’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ বদরুল আহসান। অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। লিখিত বক্তব্যে সৈয়দ বদরুল আহসান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন গণমাধ্যমবান্ধব রাজনৈতিক নেতা ছিলেন। তিনি সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করতেন। তার বিরুদ্ধে যারা কলম ধরেছিলেন, তাদেরও তিনি অসম্মান করেননি। এর আগে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ‘সত্যের সন্ধানে ব্রতী, সদা জাগ্রত আমরা’ প্রতিপাদ্য নিয়ে একটি র‍্যালি বের করেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। র‍্যালিতে বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন সাবেক শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর