শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
সাংবাদিকদের মানববন্ধন

খুলনায় ৫৭ ধারায় মামলা গ্রহণে তদন্ত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা গ্রহণ ও সাংবাদিককে গ্রেফতারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সজিব খানকে সার্বিক বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এদিকে সাংবাদিকদের হয়রানি বন্ধ ও তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের দাবিতে খুলনায় সাংবাদিকরা সোচ্চার হয়ে উঠেছেন। গতকাল নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আগামী ১৫ দিনের মধ্যে এ ধারা বাতিল করা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

সর্বশেষ খবর