বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মুক্তামণির অস্ত্রোপচার শনিবার

নিজস্ব প্রতিবেদক

মুক্তামণির অস্ত্রোপচার শনিবার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন সাতক্ষীরার মুক্তামণির রোগ শনাক্ত হয়েছে। ‘হেমানজিওমা’য় আক্রান্ত ১২ বছরের এই শিশুটির হাতে অস্ত্রোপচার করা হবে। শনিবার সকাল ৮টায় মুক্তামণির হাতে অস্ত্রোপচারের বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘রোগ শনাক্ত করতে শনিবার মুক্তামণির হাতের টিস্যু সংগ্রহ করে বায়োপসির জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। প্রতিবেদন পেয়েছি, টিউমার ধরা পড়েছে। এই রোগটার নাম “হেমানজিওমা”।’

১১ জুলাই থেকে ভর্তি ঢামেক হাসপাতালে মুক্তার চিকিৎসার জন্য ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, হেমানজিওমা হলো শিশুদের রক্তনালির মধ্যে টিউমার; যাতে ক্যান্সার থাকে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর