ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সেই সাত কলেজে প্রথমবর্ষ সম্মান শ্রেণিতে ভর্তির জন্য পৃথক ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, অধিভুক্ত অন্য কলেজগুলোতে যে পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হয় এখানেও একই পদ্ধতিতে হবে। কলেজগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।