রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সিডিএর মেগা প্রকল্পে অসঙ্গতি

লক্ষ্য জলাবদ্ধতা নিরসন, নগর উন্নয়ন

সাইদুল ইসলাম ও রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

ওয়াসার মাস্টারপ্ল্যানের ওপর ভিত্তি করেই নগরের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) মেগা প্রকল্প তৈরি করেছে। ওয়াসার মহাপরিকল্পনার সঙ্গে সিডিএর মেগা প্রকল্পে নানা অসঙ্গতি লক্ষ্য করা যায়। অসঙ্গতি নিয়েই প্রকল্পটি একনেকে পাস হয় বলে জানা যায়। সিডিএ বলছে, ওয়াসার প্রকল্পের সঙ্গে তাদের প্রকল্পে কিছু অসঙ্গতি দেখা দিয়েছে। প্রকল্প বাস্তবায়নের সময় এসব নিরসন করা হবে। তা ছাড়া প্রকল্পের জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হবে। তখনো বিষয়টি নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা হবে। জানা যায়, চট্টগ্রাম ওয়াসা ‘স্যুয়ারেজ মাস্টারপ্ল্যান ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করে। পক্ষান্তরে ৯ জুলাই একনেক সিডিএর ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক ৫ হাজার ৬১৬ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকার একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ওয়াসার প্রকল্পটি বাস্তবায়নকাল ১৪ বছর, আর সিডিএর প্রকল্পের বাস্তবায়নকাল তিন বছর। সিডিএর এ প্রকল্পে ওয়াসার ৮০ শতাংশ কাজই অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া প্রকল্পটি মাত্র অনুমোদিত হয়েছে। বাস্তবায়নকাল পর্যন্ত আরও সংযোজন-বিয়োজন হবে। জলাবদ্ধতা নিরসনসহ নগরের উন্নয়নে প্রয়োজনীয় অনেক কিছুই অন্তর্ভুক্ত হবে। কারণ আমাদের লক্ষ্যই হলো জলাবদ্ধতা নিরসন, নগরের উন্নয়ন।’

প্রকল্পসূত্রে জানা যায়, ওয়াসা নগরের বিভিন্ন খালপাড়ে ৮৬ কিলোমিটার (মোট) ‘আরসিসি রিটেইনিং ওয়াল’ নির্মাণের প্রস্তাব করে। কিন্তু সিডিএর মেগা প্রকল্পে আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাবে রাখা হয় ১৭৬ কিলোমিটার; যা প্রয়োজনের তুলনায় বেশি। ওয়াসার প্রকল্পে খাল থেকে ১৪ লাখ ঘনমিটার কাদা ও মাটি উত্তোলনের প্রস্তাব রাখা হয়। পক্ষান্তরে সিডিএর গৃহীত প্রকল্পে ৯ লাখ ৪৮ হাজার ২১৪ ঘনমিটার কাদা ও মাটি উত্তোলনের প্রস্তাব রাখা হয়; যা প্রয়োজনের তুলনায় কম। ওয়াসার প্রকল্পে ২১টি আরসিসি কালভার্ট/পিসি গার্ডার ব্রিজ প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়। কিন্তু সিডিএর প্রকল্পে আছে ৫৪টি। ওয়াসার মাস্টারপ্ল্যানে ২২টি সিল্ট ট্র্যাপের প্রস্তাব রাখা হলেও সিডিএর প্রকল্পে আছে ৪২টি। ওয়াসার প্রকল্পে আছে ক্রস ড্রেন ও কালভার্ট ৫০টি, কিন্তু মেগা প্রকল্পে আছে ২০০। ওয়াসার প্ল্যানে ৫৭টি খাল খননের কথা বলা হলেও সিডিএর প্রকল্পে আছে ৩৬টির কথা।  সিডিএর মেগা প্রকল্পের প্রধান লক্ষ্য নগরের জলাবদ্ধতা নিরসন হলেও মুখ্য এ কাজের জন্যই বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৫৬ কোটি টাকা। অথচ পরামর্শক নিয়োগে বরাদ্দ রাখা হয়েছে ১১০ কোটি টাকা।

সর্বশেষ খবর