রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবন করে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় ঔষধ প্রশাসন অধিদফতরের দুই কর্মকর্তার অদক্ষতা ও অযোগ্যতার বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় স্বাস্থ্য সচিবকে তলব করেছে হাই কোর্ট। এ বিষয়ে এক আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আগামীকাল স্থাস্থ্য সচিবকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। ২০০৯ সালে রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবন করে সারা দেশে ২৮ জন শিশু মারা যায়। ঔষধ প্রশাসন অধিদফতরের তত্কালীন তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম ওই ঘটনায় ঢাকার ড্রাগ আদালতে একটি মামলা করেন। মামলায় রিড ফার্মার এমডি মিজানুর রহমানসহ পাঁচজনকে আসামি করা হয়।
গত বছরের নভেম্বরে ওই মামলার রায়ে পাঁচ আসামির সবাই খালাস পান। রায়ে বলা হয়, মামলার বাদী ও ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম ও উপ-পরিচালক আলতাফ হোসেনের ‘অযোগ্যতা ও অদক্ষতার কারণে’ রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আদালতের ওই রায়ের পরেও ঔষধ প্রশাসনের দুই কর্মকর্তার পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাই কোর্টে আবেদন করলে ১৬ মার্চ হাই কোর্ট রুল জারি করে।