শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মানুষকে সন্তুষ্ট করতে না পারলে খবর আছে

দুদক কমিশনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ বলেছেন, দুই মাসের মধ্যে চট্টগ্রামের সেবা প্রার্থী সাধারণ মানুষ ‘সন্তুষ্ট’ না হলে সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ‘খবর আছে’। আগামী নভেম্বর মাসে সময় নিয়ে চট্টগ্রামের অফিসগুলো ভিজিট করব। শুরু করব চট্টগ্রাম মেডিকেল কলেজ দিয়ে। সেখানে সাধারণ মানুষের সম্পৃক্ততা বেশি। তখন মানুষের অসন্তুষ্টি পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি গতকাল বিকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘গণশুনানি বিষয়ক মতবিনিময়’ সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ হুঁশিয়ারি দেন।

 

সর্বশেষ খবর