শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পশুবাহী গাড়িতে চাঁদাবাজি চলবে না : এসপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কোরবানির গবাদি পশু বহনকারী গাড়িতে পুলিশের কোনো চাঁদাবাজি সহ্য করা হবে না। পশু বহনকারী গাড়িকে সিগন্যাল দেওয়া যাবে না। তবে মিয়ানমার-টেকনাফ থেকে পশু নিয়ে আসা ট্রাকে যদি মাদক কিংবা এক্সক্লুসিভ কোনো তথ্য থাকে, তাহলে এএসপি এবং ওসির নেতৃত্বে টিম সেটা থামাবেন। কোনো ধরনের হয়রানি না করে তল্লাশি করবেন। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গতকাল পুলিশ সুপারের কনফারেন্স রুমে ট্রাফিক ব্যবস্থাপনা, কোরবানির পশুর হাটের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার নুরে আলম মিনা এসব কথা বলেন।

সর্বশেষ খবর