শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪২ কিলোমিটার যানজট

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪২ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। দাউদকান্দির রায়পুর থেকে যানজট মেঘনা-গোমতী সেতু পেরিয়ে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গতকাল সকাল থেকে এই যানজট শুরু হয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে যানজট লেগেছিল। বুধবারও এই মহাসড়কে যানজট ছিল। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুপুরে দাউদকান্দি টোলপ্লাজায় এসে মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শন করেন। কুমিল্লা থেকে ঢাকাগামী বাসযাত্রী আলী আহমেদ জানান, তিনি সকাল ৭টায় যাত্রা করে ১০টায় মেঘনা-গোমতী সেতু পর্যন্ত পৌঁছেছেন। ঢাকা থেকে কুমিল্লাগামী বাসযাত্রী তৌহিদ হাসান জানান, ৪ ঘণ্টার মতো মেঘনা সেতুর পশ্চিম পাড়ে আটকা পড়েছেন।

 

সর্বশেষ খবর