শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

খুলনায় স্কুল চলাকালীন কোচিং সেন্টার নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মহানগরী এলাকায় স্কুল চলাকালীন সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত ক্লাস করানো ও সিটি করপোরেশন থেকে কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স প্রদান না করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাইভেট, কোচিং বাণিজ্য ও শ্রেণিকক্ষে গাইড ব্যবহার বন্ধে খুলনায় বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গিয়াস উদ্দিন এসব কথা জানান। তিনি জানান, বিদ্যালয়গুলোতে ডিজিটাল হাজিরা, শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা ও পরীক্ষার খাতা অবশ্যই অভিভাবকদের দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া গাইড বইয়ের নাম পরিবর্তন করে সহায়ক বই নামে বাজারে বিক্রি হচ্ছে কিনা সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।

সর্বশেষ খবর