শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পানির তোড়ে বঙ্গবন্ধু সেতুর ক্ষতি হবে না

নিজস্ব প্রতিবেদক

বন্যার পানির তোড়ে বঙ্গবন্ধু সেতু রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হলেও তা সেতুর জন্য ঝুঁকিপূর্ণ নয় বলে জানিয়েছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। সূত্র জানায়, বাঁধের যে অংশ ভেঙে গেছে, সেখানে মেরামতের কাজ চলছে। উল্লেখ্য, চলমান বন্যার মধ্যে গত মঙ্গলবার বঙ্গবন্ধু সেতুর পূর্ব দক্ষিণের বাঁধে ধস দেখা দেয়, যা সেতুকে ঝুঁকিতে ঠেলে দিচ্ছে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছিল। গতকাল সেতু বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যমুনা নদীতে আকস্মিকভাবে স্রোতের গতি বেড়ে ঘূর্ণিপাকের সৃষ্টি হয়ে বঙ্গবন্ধু সেতু থেকে দুই কিলোমিটার এবং গাইড বাঁধ থেকে ৮০০ মিটার দূরে দক্ষিণে (ভাটিতে) পূর্ব তীরের ২০০ মিটার দৈর্ঘ্যের একটি বাঁধ কিছুটা ভেঙে যায়।

সর্বশেষ খবর