শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নগদ অর্থ লেনদেন নয়

বাংলাদেশ ব্যাংকের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

ঝুঁকি কমাতে নগদ অর্থের লেনদেন কমাতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আসন্ন ঈদ উপলক্ষে সারা দেশে জাল টাকার বিস্তার রোধে ব্যাংকিং সিস্টেমে লেনদেন করার আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকে চিঠি দিয়ে লেনদেন পদ্ধতি সহজ ও দ্রুত করার জন্য পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। এ সংক্রান্ত ৪০টি নির্দেশনা দিয়ে এ চিঠি দিয়েছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবার ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়ায় গ্রাহকের স্থানীয় মুদ্রায় লেনদেন সুবিধা প্রদান করছে ব্যাংকগুলো। এ ধরনের লেনদেনে নিরাপত্তা নিশ্চিতকরণ, ঝুঁকি হ্রাস ও গ্রাহক সচেতনতা বৃদ্ধিতে ব্যাংকগুলোকে কাজ করতে হবে। কার্ড সংক্রান্ত, এটিএম সংক্রান্ত, পিওএস এবং অন্যান্য লেনদেনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা মেনে ব্যাংকগুলোকে বিশেষ উদ্যোগ নিতে হবে। এতে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব কার্ড ইস্যু ও লেনদেনে পারসোনাল আইডেন্টিফিকেশন নম্বর পিন ভিত্তিক করতে হবে। এই সময়ের মধ্যে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ও ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড সার্টিফাইড হতে হবে। মেশিনে কার্ড আটকে গেলে সাত দিনের মধ্যে গ্রাহককে কার্ড ইস্যু করে দিতে হবে। কার্ডে লেনদেনে কোনো ধরনের বাড়তি চার্জ আরোপ না করে দ্রুত ও সহজ করার উদ্যোগ নিতে হবে। এটিএম বুথের ভিডিও তিন মাস অনলাইনে রাখতে হবে। যাতে গ্রাহক চাইলেই এই চিত্র দেখতে পায়। এক বছর পর্যন্ত এই তথ্য আর্কাইভ করতে হবে। কোনো এটিএম বুথ ৭২ ঘণ্টার বেশি অচল রাখা যাবে না। প্রতারণা জালিয়াতি রোধে পিওএস লেনদেনে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে লেনদেন অনুমোদন দিতে হবে। কোনো ধরনের জালিয়াতির শিকার হলে সংশ্লিষ্ট ব্যাংকের দায় নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর