শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

কোরবানির পশু জবাইয়ে ৬২৫টি স্থান নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

এবার কোরবানির পশু জবাইয়ে ৬২৫টি স্থান নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসব স্থানের তালিকা ডিএসসিসির ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রতিটি স্থানে কোরবানি পরিচালনায় একজন করে ইমাম অথবা কসাই থাকবেন। গতকাল দুপুরে নগর ভবনে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘কোরবানির বর্জ্য অপসারণের জন্য ইতিমধ্যে ডিএসসিসির সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে দেড় লাখ ব্যাগ পাঠানো হয়েছে। এর সঙ্গে ব্লিচিং পাউডার ও স্যাভলনও দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে হটলাইন নম্বর ০৯৬১১০০০৯৯৯ চালু করা হয়েছে। নাগরিকরা এ নম্বরে কল দিয়ে বর্জ্য অপসারণের জন্য বলতে পারবেন।’

সর্বশেষ খবর