রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বেনাপোল বন্দরে চলছে টানা আমদানি-রপ্তানি

বেনাপোল প্রতিনিধি

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা খোলা থাকায় চলছে টানা আমদানি- রপ্তানি বাণিজ্য। 

খোঁজ নিতে গিয়ে জানা গেছে, কাস্টমস ও বন্দর  কর্তৃপক্ষ ২ সিফট থেকে  ৩ সিফটে কাজ করছেন। এ অবস্থায় শুক্রবার আমদানি হয়েছে ১২৭ ট্রাক এবং গতকাল বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আমদানি হয়েছে ৮১ ট্রাক পণ্য।

শুক্রবার এ বন্দর দিয়ে কোনো রপ্তানি বাণিজ্য না হলেও গতকাল রপ্তানি হয়েছে ৮৫ ট্রাক পণ্য। বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার এ আর এম রকিবুল হাসান জানান, এখানে জনবল সংকট থাকলেও সাত দিনই  ২৪ ঘণ্টা  ব্যাংক খোলা রাখা হচ্ছে। ফলে ব্যবসায়ীদের কোনো সমস্যা হচ্ছে না। বেনাপোল কাস্টম হাউসের কমিশনার শওকাত হোসেন জানান, ৭ দিনই ২৪ ঘণ্টা কার্যক্রম চালু হওয়ার পর বেনাপোল বন্দরে কাজের গতিশীলতা বেড়েছে।  তবে  এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট দফতরগুলোতে জনবল বাড়ানো অতি জরুরি।

সর্বশেষ খবর