বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বেসরকারি মেডিকেলে ভর্তি ফি নিয়ে রুল

নম্বর কাটার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও বরিশাল

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে প্রথম বর্ষে ভর্তিফিসহ ১৯ লাখ ৯০ হাজার টাকা খরচ নির্ধারণ করে জারি করা সরকারি প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এদিকে দ্বিতীয়বার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কর্তনের প্রতিবাদে মানববন্ধন করেছে ২০১৬ সালে এইচএসসি পাস করা শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। গতকাল বেলা ১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে প্রখর রোদের মধ্যে মানববন্ধন করেন তারা।

সর্বশেষ খবর