শিরোনাম
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

জঙ্গিরা রহমতকে হত্যার হুমকি দিয়েছিল মসজিদের মাইকে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জঙ্গিরা রহমতকে হত্যার হুমকি দিয়েছিল মসজিদের মাইকে

রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় আরও পাঁচজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল সকালে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হলে খাদেম রহমত আলীর স্ত্রী রওশন আরা বেগম, ভাতিজা অ্যাডভোকেট ফেরদৌস ইসলাম, প্রতিবেশী আবদুল হক, সাজেদা বেগম ও আবদুল জলিল সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করেন। এ সময় মামলার ১২ আসামির মধ্যে কারাগারে থাকা নয়জন আদালতে হাজির ছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক জানান, জেরার উত্তরে সাক্ষী অ্যাডভোকেট ফেরদৌস ইসলাম আদালতকে জানিয়েছেন, তার চাচা রহমত আলীকে হত্যার মাসখানেক আগে চৈতার মোড় এলাকার একটি মসজিদে জঙ্গিরা আস্তানা গেড়েছিল। বাড়ির কাছে দাদা আবদুস সাত্তারের নামে মাজার আছে। রহমত আলী ওই মাজারের খাদেম ছিলেন। এ ছাড়া রহমত আলী কেরানীগঞ্জের ‘বাবা জাহাঙ্গীর’ বা ‘ঈমান আল সুরেশ্বরী’ নামে এক পীরেরও মুরিদ ছিলেন বলে বাদী তার সাক্ষ্যে জানিয়েছেন।

ফেরদৌস আরও জানান, জঙ্গিরা বিভিন্ন সময় রহমত আলীকে পীরবাদের তরিকা পরিহার করার নির্দেশ দেয়। রহমত আলী তাদের কথায় রাজি না হওয়ায় জঙ্গিরা একদিন মসজিদের মাইকে তাকে হত্যার হুমকি দিয়েছিল। এ নিয়ে বাদীসহ ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। পরে আদালত ১১-১৩ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করে। ওই তিন দিন ছয়জন করে মোট ১৮ জনের সাক্ষ্য নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর