বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ছয় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক

ছয় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

ঈদের ছুটির পর লেনদেনে চাঙ্গা হয়ে উঠেছে শেয়ারবাজার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের ওপর ভর করে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার ৩৬৯ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গত ২৬ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। ওইদিন ডিএসইতে এক হাজার ৩৯৩ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইর বাজার চিত্রে দেখা গেছে, গতকাল ১ হাজার ৩৬৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ ১ হাজার ৪৯ কোটি ৫৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩২০ কোটি ২৭ লাখ টাকার বা ৩১ শতাংশ। লেনদেন বাড়লেও সূচক কিছুটা কমেছে। ৮ কার্যদিবস পরে এদিন প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬০৬৯ পয়েন্টে। যা আগের দিনের ৪৫ পয়েন্টসহ ৮ কার্যদিবসে ২২৭ পয়েন্ট বেড়েছিল। লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে ১৩৮টি বা ৪২.৭২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৬৩টি বা ৫০.৪৬ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি বা ৬.৮১ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের শেয়ার। এ দিন কোম্পানির ৪৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৪৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। লেনদেনে এরপর রয়েছে— দি সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ফরচুন সুজ, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউসিবি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮২৩ পয়েন্টে। ৫৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৬২টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। আগের দিন সিএএসপিআই ১৫০ পয়েন্ট বেড়েছিল। আর বাজারটিতে ৫৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর