শিরোনাম
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘বিশ্ববিদ্যালয়গুলো এখন বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ক্রমাগত ফি বৃদ্ধি, বাণিজ্যিক নাইট কোর্স, পিপিপি-হেক্যাপ, ২০ বছর মেয়াদি কৌশলপত্র প্রভৃতি বাস্তবায়নের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলো প্রকৃত চরিত্র হারিয়ে বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় শিক্ষা-সংস্কৃতি রক্ষা আন্দোলন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনটির নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা-সংস্কৃতি রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কামাল লোহানী, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ড. শফিউদ্দিন আহমেদ, সম্পাদক জামসেদ আনোয়ার তপন, ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ, সাধারণ সম্পাদক লিটন নন্দী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি নাঈমা খালেদ মনিকা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর