শিরোনাম
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবি বৌদ্ধদের

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবি বৌদ্ধদের

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে গতকাল ঢাকায় মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত বৌদ্ধ সমাজ

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নিন্দা প্রতিবাদ অব্যাহত আছে। গতকাল রাজধানীতে একাধিক সংগঠন মানববন্ধন, সমাবেশ, মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি পেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। এর মধ্যে বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজ রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে ঢাকায় মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দিয়েছে। সংগঠনের সাতজন প্রতিনিধি বারিধারায় মিয়ানমার দূতাবাসে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। এ সময় দূতাবাসে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, প্রতিনিধি দলের নেতারা ফটকে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। তবে দূতাবাসের পক্ষ থেকে কে স্মারকলিপি গ্রহণ করেছেন, তা জানা যায়নি। এর আগে গুলশান-২ নম্বর গোল চত্বরের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির নেতারা। সমাবেশে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি পি আর বড়ুয়া বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন চলছে। বাংলাদেশ মুসলমানপ্রধান দেশ হয়েও সব সম্প্রদায় শান্তিতে বসবাস করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর