শিরোনাম
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
ষোড়শ সংশোধনীর রায়

রিভিউর বিষয়ে নির্দেশনা দেয়নি সরকার

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের বিষয়ে এখনো সরকারি কোনো নির্দেশনা পায়নি রাষ্ট্রপক্ষ। গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।  ষোড়শ সংশোধনীর রিভিউয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে সরকার থেকে আমার কাছে এখনো কোনো ইন্সট্রাকশন আসেনি’।

সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হক জানান, ষোড়শ সংশোধনীর রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হবে। ৩ জুলাই ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় সর্বসম্মতিক্রমে বহাল রাখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। ১ আগস্ট সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর