সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

৩০ হাজারের বেশি মানুষের আত্মহত্যা পাঁচ বছরে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে গত পাঁচ বছরে এইডসে একজন মানুষ মারা না গেলেও আত্মহত্যায় মারা গেছে ৩০ হাজারেরও বেশি মানুষ। গতকাল সেন্টার ফর সেভ দ্য ভিকটিম (সিএসভি) আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য প্রকাশ করা হয়েছে। সভায় বলা হয়, আত্মহত্যা একটি সামাজিক ব্যাধি, অপরাধ এবং নিষ্ঠুর ও সন্ত্রাসী কার্যকলাপ। যা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে প্রাচীনকাল থেকে কুরে কুরে খাচ্ছে। কেউ এদিকে নজর দিচ্ছে না। অথচ ক্রমেই এটা মহামারী আকার ধারণ করছে। এটা বিপদ সংকেত। এর বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে সিএসভি আয়োজিত এ আলোচনা সভায় বক্তারা আরও বলেন, আত্মহত্যা এইডস থেকেও ভয়াবহ ব্যাধি ও দুর্যোগ। এইডস নিরূপণ করার পদ্ধতি রয়েছে, কিন্তু আত্মহত্যার প্রবণতা নিরূপণ করার কোনো পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি। আত্মহত্যা একটি প্রতিরোধযোগ্য সামাজিক ব্যাধি। সচেতনতা সৃষ্টির মাধ্যমে এটা প্রতিরোধ করা সম্ভব। তাই আত্মহত্যাকে না বলতে হবে। সিএসভির নির্বাহী পরিচালক আ স ম ইলিয়াসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল, প্রকল্প ও পরিকল্পনা পরিচালক এস এন শাহ রহমানী, অর্থ পরিচালক আবদুুর রহিম, নির্বাহী সদস্য আমজাদ হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর