সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পুরান ঢাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার হাজারীবাগে র‌্যাবের সঙ্গে ছিনতাইকারীদের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এতে শেখ কাবুল ও আবদুল হক নামে দুজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ৯টার দিকে বসিলা পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। চিকিৎসকরা বলছেন, কাবুলের ডান পায়ের উরুতে এবং আবদুলের বাম পায়ের উরুতে গুলি লেগেছে।

র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল ইফতেখারুল মাবুদ বলেন, র‌্যাবের একটি টিম বসিলা বেড়িবাঁধ এলাকায় টহল দিচ্ছিল। এসময় ছিনতাইকারী সন্দেহে কয়েকজন যুবককে চ্যালেঞ্জ করা হয়। তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে ছিনতাইকারী কাবুল ও আবদুল গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে, আহতরা পেশাদার ছিনতাইকারী। তারা প্রায় সময়ই ওই এলাকায় সশস্ত্র অবস্থায় সাধারণ মানুষকে জিম্মি করে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র লুট করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর