বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

যাত্রার অনুমতি দাবিতে শিল্পীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

যাত্রার অনুমতি দাবিতে শিল্পীদের মানববন্ধন

যাত্রা অনুষ্ঠানের অনুমতি প্রদানসহ বিভিন্ন দাবিতে বরিশালে মানববন্ধন করেছে দক্ষিণাঞ্চল যাত্রা শিল্পী পরিষদ। গতকাল নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের বিভাগীয় সভাপতি ফরিদ খানের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন হাওলাদার, মিলনকান্তি, বদরুল আলম দুলাল, এম এ মান্নান, স্বপন পাণ্ডে, এম আলম লাভলু, জলিল হোসেন লাবু, আজগর আলী প্রমুখ।

বক্তারা শিল্পকলা একাডেমি থেকে নিবন্ধনপ্রাপ্ত যাত্রাদলগুলোকে যাত্রা প্রদর্শনীর জন্য সহজ অনুমতি দেওয়া, যাত্রা অনুষ্ঠান চলাকালে শিল্পী-কুশলীদের  নিরাপত্তার ব্যবস্থা, যাত্রার নামে অশোভন ও অশালীন কার্যকলাপের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মাসব্যাপী যাত্রা অনুষ্ঠানের আয়োজন, দরিদ্র ও দুস্থ যাত্রাশিল্পীদের জন্য ভাতার ব্যবস্থা এবং উন্নতমানের যাত্রা অনুষ্ঠানের জন্য যাত্রাদলগুলোকে আর্থিক অনুদান দেওয়ার দাবি জানান। মানববন্ধন শেষে নেতারা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবিসংবলিত স্মারকলিপি দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর