শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সিলেটে নিজেদের মার্কেট ভাঙছে সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জলাবদ্ধতা নিরসনে আবারও ছড়া ও খাল উদ্ধারে নেমেছে সিলেট সিটি করপোরেশন। এর অংশ হিসেবে গতকাল দুপুরে নগরের জিন্দাবাজারে বলরামের খালের শাখা খাল উদ্ধারকাজ শুরু হয়। ওই খালের ওপর সিটি করপোরেশনের মালিকানাধীন তিন তারা মার্কেটের একটি অংশ ভাঙার মধ্য দিয়ে খালটি উদ্ধারের কাজ শুরু করেন মেয়র আরিফুল হক চৌধুরী। মেয়র আরিফ বলেন, ‘বলরামের খালের শাখা খালটির উদ্ধার কার্যক্রম শেষ হলে জিন্দাবাজার, হাওয়াপাড়া, বারুতখানাসহ আশপাশের জলাবদ্ধতা কমে আসবে। সিটি করপোরেশনের মালিকানাধীন তিন তারা মার্কেটের নিচ দিয়ে ওই খাল প্রবাহিত হওয়ায় খালটি উদ্ধারে মার্কেটের করিডর ভাঙার কাজ শুরু হয়েছে।

সর্বশেষ খবর