শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

হাসপাতালের ৮ দালালকে সাজা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আট দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত দালালরা হচ্ছেন— রাজ সরদার, সুমন ফরাজী, শেখ বিপুল, শেখ শহিদ, রনি মল্লিক, আজমল, জলিল ও রুবেল। গতকাল দণ্ডবিধির গণউপদ্রব অপরাধে দালালদের সাজা প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা। র‌্যাব-৬, খুলনার স্পেশাল কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, সরকারি হাসপাতালে আসা অসহায় রোগীদের প্রতারণার মাধ্যমে এসব দালাল বাইরের বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে উচ্চমূল্যে চিকিত্সাসেবা নিতে বাধ্য হতো রোগীরা। আটক দালালদের মধ্যে ছয়জনকে ১৫ দিন করে ও দুজনকে পাঁচ দিন করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর