শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা দুর্দশায় এডাবের উদ্বেগ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নির্যাতন, হত্যা, ধর্ষণ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এডাব। মিয়ানমারের রাখাইন রাজ্যে বিচ্ছিন্নতাবাদী দমনের নামে সে দেশের সেনাবাহিনী রোহিঙ্গাদের নির্যাতন, হত্যা, ধর্ষণ, আগুন দিয়ে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়ে তাদের দেশ ছাড়তে বাধ্য করার মতো অমানবিক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী সংগঠন এডাব গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে অবিলম্বে রাখাইন রাজ্যে চলমান নিষ্ঠুরতা বন্ধ করে দ্রুত স্থিতিশীল অবস্থা সৃষ্টির জন্য সে দেশের সরকারপ্রধানের প্রতি আহ্বান জানানো হয়। গতকাল এক বিবৃতিতে এডাব চেয়ারপারসন জয়ন্ত অধিকারী নির্যাতনে পালিয়ে আসা মানুষগুলোর জীবন রক্ষার এগিয়ে আসার জন্য সরকারি-বেসরকারি সংগঠন ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতি আহ্বান জানান। খবর বিজ্ঞপ্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর