শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

এসকর্ট ফুটওয়্যার লিমিটেডের বিরুদ্ধে শুল্ক ফাঁকির মামলা

নিজস্ব প্রতিবেদক

বন্ড সুবিধার অপব্যবহার করে ৫০ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়ায় মেসার্স এসকর্ট ফুটওয়্যার লিমিটেড নামে একটি জুতা কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বন্ড সুবিধা নিয়ে তৈরি মালামাল দেশের খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ। সেগুলো শুধু বিদেশে রফতানি করতে হয়। এই নিয়ম না মানায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গতকাল কাস্টমস আইনে মামলা হয়। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান জানান, গত ১৫ জুন কাঁচামাল ইনভেন্ট্রির উদ্দেশে হাজারীবাগের মেসার্স এসকর্ট ফুটওয়্যার লিমিটেডে যায় তাদের টিম। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর