রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

নতুন মাদক আইপিআই

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

নতুন মাদক আইপিআই

নেশার জগতে আবির্ভাব ঘটছে নতুন এক মাদকের। যাকে মাদক ব্যবসায়ীরা ‘আইপিআই’ নামে ডাকে। তবে রং হলুদ এবং দেখতে অবিকল ইয়াবার মতো হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নতুন এ বড়ির নাম দিয়েছে ‘হলুদ’ ইয়াবা। নতুন এ মরণ নেশার কার্যকারিত ইয়াবার চেয়ে বেশি হওয়ায় নেশার জগতে দ্রুতই চাহিদা বাড়বে এ মাদকের। দ্রুত সময়ের মধ্যে এ মাদকের বিস্তার ঘটায় কপালে ভাঁজ পড়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। চট্টগ্রাম মেট্রো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম আহমেদ  বলেন, ‘হলুদ এ বড়ি ইয়াবা কি না তা এখনো পুরোপুরি নিশ্চিত নই। পরীক্ষার পর বলতে পারব এটি ইয়াবা নাকি অন্য কোনো মাদক দ্রব্য।’ তিনি বলেন, থাইল্যান্ডসহ অন্যান্য দেশে

 সবুজ, নীল, গোলাপি ইয়াবা রয়েছে। মূলত মিথাইল অ্যামফিটামিন থাকলে সেটাকে আমরা ইয়াবা বলতে পারি। তবে বাংলাদেশে শুধু গোলাপি ইয়াবা আসে।’

র‌্যাব-৭ সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, মিয়ানমার থেকে আসা ইয়াবার রং হয় গোলাপি এবং প্রতি পিচের ওজন ০.১০ গ্রাম। কিন্তু নতুন ধরনের যে বড়ি ধরা পড়ছে সেগুলোর রং হলুদ এবং ওজন ০.২০ গ্রাম। পরীক্ষা করে দেখা গেছে গোলাপি ইয়াবার মতো হলুদ বড়িগুলোতেও মিথাইল অ্যামফিটামিন রয়েছে। তবে এটা আকারে বড় ও গন্ধহীন। আমাদের ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধোঁকা দিতে মাদক ব্যবসায়ীরা গোলাপি ইয়াবার পরিবর্তে হলুদ রঙের ইয়াবা আমদানি করছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর