রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সব ক্ষেত্রে সততা বজায় রাখা প্রয়োজন : ঢাবি ভিসি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সব ক্ষেত্রে সততা বজায় রাখা প্রয়োজন : ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফার আহমেদ চৌধুরী মিলনায়তনে অপরাধবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান —বাংলাদেশ প্রতিদিন

সত্য এমন একটি শক্তি, যা সব সময় জাগ্রত থাকে। সাময়িক সময়ের জন্য মিথ্যা জয়ী হলেও সত্যের জয় চিরন্তন। তাই জীবনের সব ক্ষেত্রে প্রত্যেকের নিজ নিজ অবস্থানে সততা বজায় রাখা প্রয়োজন। বঙ্গবন্ধু তার সমস্ত জীবনে সততার সঙ্গে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। তিনি কখনো মিথ্যার সঙ্গে আপস করেননি।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফার আহমেদ চৌধুরী মিলনায়তনে অপরাধবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এসব কথা বলেন।

অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক জিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা ধারণ করা। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে এসেছেন। আজকে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এই অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, বাংলাদেশের যেমন সামনে এগিয়ে যাওয়ার অমিত সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের মতো বিষয়গুলো মোকাবিলা করার চ্যালেঞ্জও রয়েছে। আর এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য অপরাধবিজ্ঞানের মতো বিশেষায়িত বিভাগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে  পারে। তিনি বলেন, ‘একটা সময় মনে করা হতো, শুধু মাদ্রাসা এবং নিম্নবিত্ত পরিবারের ছেলেরা জঙ্গিবাদী কার্যক্রমে জড়িত। কিন্তু হলি আর্টিজানের ঘটনা আমাদের সে ধারণা ভেঙে দিয়েছে। এখন উচ্চবিত্ত ও উচ্চশিক্ষিত ছেলেরাও এ ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, অপরাধের ধরন পরিবর্তন হচ্ছে। তাই আমাদের অপরাধবিজ্ঞানের মতো বিশেষায়িত বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। এর ফলে কর্মক্ষেত্র সম্প্রসারিত হবে, শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে।’

অধ্যাপক জিয়া রহমান বলেন, ‘সান্ধ্যকালীন কোর্সগুলোর অনেক সমালোচনা আছে। তাই আমরা এ বিষয়ে খুবই সতর্ক। এই কোর্সে ভর্তি থেকে শুরু করে পাঠদান পর্যন্ত সব পর্যায়ে গুণগত মান বজায় রাখার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হয় না।’

সর্বশেষ খবর