রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

দেশে ফিরেছেন ৪৮ হাজার হাজী

নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজ পালন শেষে গতকাল পর্যন্ত দেশে ফিরেছেন ৪৮ হাজার ১২৮ জন বাংলাদেশি হাজী। ১১৫ হজ ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। হাজীদের নিয়ে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ৬ সেপ্টেম্বর থেকে। ফিরতি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৫৭টি এবং ৫৮টি সৌদি এয়ারলাইন্সের। এর মধ্যে শেষ হজ ফ্লাইট ঢাকায় পৌঁছাবে আগামী ৬ অক্টোবর। ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে এসব তথ্য। চলতি বছর হজ পালন করতে গিয়ে গতকাল পর্যন্ত মোট ১১৫ জন বাংলাদেশি মারা গেছেন।  তাদের ৯১ জন পুরুষ ও ২৪ জন মহিলা। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৮৯ জন, মদিনায় ৯ জন, জেদ্দায় ১ জন ও মিনায় ১৬ জন। গতকাল সরকারি ব্যবস্থাপনায় নবম ফ্লাইটের সব হাজী মদিনার উদ্দেশে মক্কা ত্যাগ করেন। এ সময় মক্কায় বাংলাদেশ হজ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট বাড়িতে উপস্থিত  থেকে তাদের বিদায় জানান। হাজীরা মদিনায় ৮ দিন অবস্থান করবেন এবং রসুল (সা.)-এর রওজা মোবারক জিয়ারতসহ মসজিদে নববিতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় করবেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর