রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

উচ্চশিক্ষা নিতে চীন যাচ্ছে ৩৪৯ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

দেশের সরকারি-বেসরকারি পলিটেকনিকে ডিপ্লোমা অধ্যয়নরত ৩৪৯ জন ছাত্র-ছাত্রী স্কলারশিপে উচ্চশিক্ষার জন্য চীনে যাচ্ছে। তারা সেদেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাচ্ছে। গতকাল রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে স্কলারশিপপ্রাপ্ত এই শিক্ষার্থীদের অরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করে কারিগরি শিক্ষা অধিদফতর।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কারিগরি ও মাদ্রাসা শিক্ষাসচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের কারিগরি শিক্ষা অত্যন্ত পিছিয়ে ছিল। ২০০৯ এর পূর্বে কারিগরি শিক্ষার এনরোলমেন্ট ছিল ১ শতাংশের নিচে। সরকারের নানামুখী উদ্যোগের ফলে বর্তমানে তা ১৪ শতাংশে উন্নীত হয়েছে। তিনি বলেন, সরকার আগামী ২০২০ সালের মধ্যে এ হার ২০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। এজন্য নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ খবর