রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে গেলে পুলিশকে খবর দিন : আইজিপি

গাজীপুর প্রতিনিধি

রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে গেলে পুলিশকে খবর দিন : আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, রোহিঙ্গারা যেন তাদের ক্যাম্পের নির্ধারিত সীমানার বাইরে যেতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা দায়িত্ব নিয়েছি। যদি কোনো রোহিঙ্গা তাদের ক্যাম্পের বাইরে চলে যায় তবে তাদের গ্রেফতার করে ক্যাম্পে ফেরত পাঠানো হবে। আমরা জনগণকে আহ্বান জানিয়েছি তারা যেন কোনো রোহিঙ্গাকে তাদের বাড়িতে আশ্রয় বা ভাড়া না দেন। কোনো রোহিঙ্গা ক্যাম্পের বাইরে গেলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। গতকাল বিকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক নয়নবাজারে পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরে স্থানীয় শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ মাঠে সুধী সামাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি ছিলেন আইজিপি এ কে এম শহিদুল হক, ঢাকা রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, কাপাসিয়া উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু।

সর্বশেষ খবর