রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

শারমিন হত্যাকারীদের বিচার দাবি করলেন মা

নিজস্ব প্রতিবেদক

শারমিন হত্যাকারীদের বিচার দাবি করলেন মা

রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় কলেজছাত্রী শারমিন সরকারের মৃত্যুর ঘটনায় জড়িতদের বহিষ্কার দাবি করেছে তার পরিবার। এছাড়া এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। জড়িতরা বর্তমানে সমাজের বিভিন্ন স্তরের প্রভাবশালীদের কাজে লাগিয়ে মামলা তদন্তে বিঘ্ন সৃষ্টি করছে। এক্ষেত্রে তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। শুক্রবার সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান নিহতের মা সুফিয়া সরকার ও তার বাবা আবদুর রাজ্জাক সরকার। লিখিত বক্তব্যে সুফিয়া সরকার জানান, ২০১৫ সালের ১৩ জুন রাত পৌনে ১০টায় চার চিকিৎসকের অবহেলায় কলেজছাত্রী শারমিন সরকারের মৃত্যু হয়। উত্তরা আধুনিক হাসপাতালে দুই দুইবার তদন্তে চিকিৎসকদের চরম অবহেলার বিষয়টি প্রমাণিত হয়। পরে উত্তরা আধুনিক হাসপাতালের চার চিসিৎসক ডা. ফিরোজ আহমেদ খান. ডা. আবুল হোসেন, ডা. এম এ করিম ও ডা. ফাইজুল ইসলাম চৌধুরী ফ্রভেলকে সাসপেন্ড করা হয়। পরে এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা করা হলে বর্তমানে তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। আসামি ডা. ফিরোজ চাকরি বিধিমালা ভঙ্গ করে সাসপেন্ড থাকা অবস্থায় রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে ইএনটি বিভাগের প্রধান হিসেবে যোগ দেন। বিষয়টি জানাজানি হলে কর্তৃপক্ষ ডা. ফিরোজকে বরখাস্ত করেন। তথ্য গোপন করে একসঙ্গে দুই চাকরি করার বিষয়ে ডা. ফিরোজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উত্তরা আধুনিক কলেজের অধ্যক্ষ বিএমএসআরআই-এর সেক্রেটারি বরাবর চিঠি দেন। এছাড়া তার বহিষ্কার দাবিতে হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান কাছে স্বারকলিপি দেন নিহতের মা সুফিয়া সরকার। কিন্তু এ দুই উচ্চপদস্থ কর্মকর্তা কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ না করায় কলেজছাত্রী শারমিন সরকারের পরিবার হতাশা ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর