বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, ‘মিয়ানমার থেকে ১ লাখ টন চাল কিনে সরকার ঘাতকদের উৎসাহিত করেছে।’ সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আজ কোথায় আপনাদের প্রাণের বন্ধু ভারত? এই খাদ্য সংকটের দিনে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ মুহূর্তে তারা চাল রপ্তানি করবে না। এই হলো বন্ধুত্বের পরিচয়!’ গতকাল দুপুরে ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মিয়ানমারের সামরিক জান্তা ও সু চি বাহিনী কর্তৃক রোহিঙ্গাদের গণহত্যাসহ দেশান্তরে বাধ্য করার প্রতিবাদে ও তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বিএনপির এই মুখপাত্র বলেন, ‘চালের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সরকারি গোডাউনে চাল নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর