শিরোনাম
শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বন্যায় স্থগিত সেই ভোট কাল

নিজস্ব প্রতিবেদক

বন্যায় স্থগিত সেই ভোট কাল

বন্যার কারণে স্থগিত হওয়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের (১৪টি স্থানীয় সরকার প্রতিষ্ঠান) ভোট হবে আগামীকাল। ইতিমধ্যে ভোটের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ ভোট কেন্দ্রে ব্যালটসহ নির্বাচনী মালামাল পাঠানো হবে। কাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে জেলা পরিষদের ভোটগ্রহণ হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এদিকে সুষ্ঠু-শান্তিপূর্ণ ভোট করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছে ইসি। এছাড়া আজ থেকে নির্বাচনী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োগ করা হয়েছে। তারা ভোটগ্রহণের পর দুই দিন মাঠে থাকবেন। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রাম জেলার নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন, চারটি ইউপির সাধারণ নির্বাচন, সাতটি ইউপির উপনির্বাচন, একটি ইউপির চেয়ারম্যান পদে পুনঃনির্বাচন ও জেলা পরিষদের তিনটি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের এই ভোট গত ২০ আগস্ট হওয়ার কথা থাকলেও বন্যার কারণে ১৬ আগস্ট তা স্থগিত করা হয়। তবে স্থানীয় সরকারের ১৬টি প্রতিষ্ঠানে কাল ভোটগ্রহণের কথা থাকলেও শেষ মুহূর্তে দুইটি ইউপির ভোটগ্রহণ আবার স্থগিত করেছে ইসি।

এদিকে নির্বাচন সামনে রেখে ভোটের আগে-পরে চার দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সংশ্লিষ্ট জেলার ডিসি ও এসপিদের বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। এসব নির্বাচনে যাতে গোলযোগ দেখা না দেয় সেই লক্ষ্যে বাড়তি প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার ও অন্যান্য ব্যবস্থা নিতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর