শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পূজার খরচ থেকে রোহিঙ্গাদের দেবে শ্রীকৃষ্ণ সেবা সংঘ

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আর্থিক সাহায্য করতে দুর্গাপূজার ব্যয় কমানোর সিদ্ধান্ত নিয়েছেন শ্রীকৃষ্ণ সেবা সংঘের সদস্যরা। গতকাল রাজধানীর শ্যামবাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের আহ্বায়ক নকুল চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় সদস্যসচিব সাংবাদিক সুজন দে বলেন, ‘এবার দুর্গাপূজা এমন একসময় অনুষ্ঠিত হচ্ছে যখন লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ মিয়ানমার থেকে পালিয়ে এসে আমাদের দেশে আশ্রয় নিয়েছেন। তারা এক প্রকার মানবেতর জীবনযাপন করছেন। তাদের সাহায্যে আমাদের কিছু একটা করা জরুরি। তাই এবার শারদীয় দুর্গাপূজার আয়োজন থেকে অর্থ সাশ্রয় করে তা রোহিঙ্গা জনগোষ্ঠীর সাহায্যে ব্যয় করতে চাই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর