শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা নিতে বসুন্ধরায় শিক্ষার্থী ভিড়

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা নিতে বসুন্ধরায় শিক্ষার্থী ভিড়

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় প্রদর্শনীতে শিক্ষার্থীরা —বাংলাদেশ প্রতিদিন

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে মালয়েশিয়ান পণ্য প্রদর্শনী। মালয়েশিয়ায় উৎপাদিত মানসম্পন্ন বিভিন্ন পণ্যের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে শুরু হয়েছে এই প্রদর্শনী। ‘৫ম শোকেস মালয়েশিয়া-২০১৭’ শীর্ষক এই প্রদর্শনীতে অংশ নিয়েছে দেশটির খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান। যারা বাংলাদেশ থেকে সরাসারি শিক্ষার্থী ভর্তি করছে। গত বৃহস্পতিবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়ান হাইকমিশনের সহযোগিতায় বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এই প্রদর্শনীর আয়োজন করে। গতকাল প্রদর্শনীতে গিয়ে দেখা গেছে, উদ্যোক্তা, দর্শনার্থীর পাশাপাশি হাজার হাজার শিক্ষার্থীর ভিড়। বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিয়ে অফার দেওয়া হচ্ছে মেলায়। মালয়েশিয়ায় ভর্তির জন্য ভিসা ও অন্যান্য কাগজপত্র তৈরিতে সহায়তা করা হচ্ছে। এমনকি ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ভর্তি হওয়া যাচ্ছে এখান থেকেই। ফলে শিক্ষার্থীদের আগ্রহের কমতি নেই। একাধিক স্টলে গিয়ে দেখা গেছে, অনেকেই মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক। সবাই খোঁজ-খবর নিচ্ছেন। কোথায় থাকা যাবে, খরচ কেমন হবে— এসব বিষয়ে কথা বলছেন। সংশ্লিষ্টরা জানান, মালয়েশিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য সহযোগিতা করা হচ্ছে। এখান থেকে সরাসরি ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। এখানে সাধারণ শিক্ষাসহ কারিগরি, চিকিৎসাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে। এ মেলায় মালয়েশিয়ায় উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনীর মূল উদ্দেশ্য, বাংলাদেশি নাগরিকদের সঙ্গে মালয়েশিয়ার যোগাযোগ বৃদ্ধি, দুই দেশের ব্যবসা, শিক্ষা নিয়ে যোগসূত্র স্থাপন করা। মালয়েশিয়ায় কেউ ব্যবসা করতে চাইলে সে সম্পর্কেও জানতে পারা যাচ্ছে এ মেলা থেকে। মালয়েশিয়ায় উৎপাদিত বিভিন্ন পণ্য যেমন টাইলস, চকলেট, কাপড়সহ অলঙ্কার নিয়ে অংশ নিয়েছেন অনেক উদ্যোক্তা। সংশ্লিষ্টরা জানান, এসব পণ্য আমদানি করে বাংলাদেশের ব্যবসায়ীরা ব্যবসাও করতে পারেন। তিন দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীতে মালয়েশিয়ার ম্যানুফেকচারিং ও সেবা শিল্পখাতের ৬০টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের স্টলে তাদের উৎপাদিত পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনী উপলক্ষে আয়োজিত বিভিন্ন ব্যবসায়িক ইভেন্টে মালয়েশিয়ার প্রায় ১০০ ব্যবসায়ী প্রতিনিধিসহ খ্যাতনামা চেম্বার নেতা ও উদ্যোক্তা প্রতিষ্ঠানের নির্বাহীরা অংশ নিচ্ছেন।

প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে।

প্রদর্শনী ঘুরে আরও দেখা গেছে, গার্ডিয়ান নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠান সেকেন্ড হোমের জন্য নিবন্ধন করাচ্ছে। প্রতিষ্ঠানটি জানায়, ৫০ বছরের ঊর্ধ্বে নাগরিকদের মধ্যে যাদের মাসিক আয় ৩ হাজার ৩০০ ডলার এবং ব্যাংক হিসাবে ১ লাখ ২০ হাজার ডলার রয়েছে, তারা মালয়েশিয়ায় নাগরিকত্বের সুযোগ পাবেন। এ জন্য মালয়েশিয়ার ব্যাংকে ৫০ হাজার ডলারের একটি হিসাব থাকতে হবে। আর ৫০ বছরের নিচে যারা আছেন, তাদের জন্য এর অর্ধেক অর্থ দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর