শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

দুর্গাপূজায় তিন দিন ছুটি দাবি উদযাপন পরিষদের

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজায় তিন দিন ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এছাড়া পূজায় খরচ বাঁচিয়ে শরণার্থীদের সহায়তা করার ঘোষণা দেন তারা। গতকাল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পূজা উদযাপন পরিষদ নেতারা। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দুর্গোৎসবে ঈদের মতো বঙ্গভবন, গণভবন, নগরভবন এবং জেলা পর্যায়ে সরকারি ভবনসমূহে আলোকসজ্জা, দেশের সব কারাগারে পূজার দিনগুলোতে উন্নত খাবার পরিবেশন এবং ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাতিল করে হিন্দু ফাউন্ডেশন গঠনের দাবি জানান তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর