শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সংবৃতার আবৃত্তি উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

সংবৃতার আবৃত্তি উৎসব

দেশবরেণ্য আবৃত্তিশিল্পীদের একক আবৃত্তি, বিভিন্ন সংগঠনের দলীয় আবৃত্তি এবং আবৃত্তি প্রযোজনা নিয়ে গতকাল শুরু হয়েছে সংবৃতার দুই দিনের আবৃত্তি উৎসব। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়েছে। এর উদ্বোধন করেন নাট্যাভিনেতা রামেন্দু মজুমদার। অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, নবধারা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আবদুর রহিম, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান ও আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। অস্তিত্বের আখ্যান : আঁলিয়াস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে চিত্র শিল্পী রেজা আসাদ আল হুদা অনুপমের ‘অস্তিত্বের আখ্যান’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী। গতকাল বিকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পী ও অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর