শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মানববন্ধন

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে স্বাগত বক্তব্যে পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো বলেন, রোহিঙ্গাদের ওপর অমানবিক দমন-নিপীড়ন মিয়ানমারের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের মতৈক্যের মাধ্যমেই হচ্ছে। সংগঠনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার বলেন, আইন, মানবাধিকার ও নৈতিকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর যে অমানবিক দমন-নিপীড়ন চলছে তা কোনোক্রমেই সমর্থনযোগ্য নয়। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন রাখাইনে আজ কেবল রোহিঙ্গা নয় বরং মানবতা বিপর্যস্ত।  আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য প্রফেসর প্রকৌশলী ড. হাবিবুর রহমান ও ড. বশির উল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোফাচ্ছের হোসেন জীবন, মোখতার আহমেদ, ঢাকা মহানগর উত্তর সভাপতি, অধ্যাপক জাহাঙ্গীর আলী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক লুত্ফর রহমান হিমেল প্রমুখ। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর