বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সৈয়দ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী

সাংস্কৃতিক প্রতিবেদক

সৈয়দ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী

আজ ২৭ সেপ্টেম্বর সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী। ২০১৬ সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, গান এবং অনুবাদ তথা সাহিত্যের সব শাখায় তার সাবলীল পদচারণের জন্য তাকে সব্যসাচী লেখক বলা হয়। মাত্র ২৯ বছর বয়সে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এ ছাড়া বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯৮৪ সালে তিনি ‘একুশে পদক এবং ২০০০ সালে ‘স্বাধীনতা পুরস্কার’ লাভ করেন।

১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন সৈয়দ শামসুল হক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর