বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
বিদ্যুতের গণশুনানি

গ্রাহক পর্যায়ে ইউনিটে ৯৮ পয়সা বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

পাইকারির পর এবার গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৯৮ পয়সা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। গতকাল সকালে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত গণশুনাতিতে এই প্রস্তাব দেওয়া হয়। তবে এর বিরোধিতা করে বিদ্যুৎ খাত সংস্কার প্রক্রিয়ার পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গত ২০ মার্চ গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব বিইআরসিতে জমা দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তার ওপর গতকাল গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে পিডিবির পক্ষে আবাসিকের বিভিন্ন ধাপ ও শিল্প, কৃষিসহ সব খাতের জন্য আলাদা আলাদা দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়। যা গড় করলে ইউনিটপ্রতি দাঁড়ায় ৯৮ পয়সা। এর আগে গত সোমবার পাইকারি পর্যায়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৭২ পয়সা বৃদ্ধির প্রস্তাব করে পিডিবি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর